করোনা ভাইরাস কোভিড ১৯ ঝুঁকি পরীক্ষা
পরীক্ষামূলক ভাবে চালু হওয়া এই সফটওয়্যার এর সাহায্যে আপনি কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাস দ্বারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন কিনা, তা নিজেই মূল্যায়ন করতে পারবেন। ব্যবহারকারীদের স্বপ্রণোদিত তথ্য প্রদান, ভবিষ্যৎ করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ, বিগ ডাটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রযুক্তিতে ব্যাবহার করা হবে ।
ঘরে বসে খুব সহজেই এই টুলটির সাহায্যে আপনি কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাস দ্বারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন কিনা, তা নিজেই মূল্যায়ন করতে পারবেন। জানতে পারবেন আপনার ঝুঁকির মাত্রা ও করনীয় সম্পর্কেও।
এই সফটওয়ার থেকে প্রাপ্ত ফলাফলকে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরামর্শ হিসেবে বিবেচনা করা যাবে না।
সফটওয়ারে আপনার শেয়ার করা তথ্যের গোপনীয়তা বজায় রাখা হবে।এই সফটওয়্যারটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য অধিদপ্তর এর বিশেষজ্ঞদের সহায়তায় তৈরি করা হয়েছে।
মেডিকেল রিসার্চ টিম:
- ডা. ফরহাদ উদ্দিন হাছান
- ডা. সাকিব আমান (কোভিড সমন্বয় কেন্দ্র)
- ডা. মোঃ মহিবুর হোসেন নীরব (অনকোলজি)
- ডা. সঞ্জয় শীল (এন্ডোক্রিনোলজি)
- ডা. নাফিস ইমতিয়াজ (নেফ্রোলজি)
- ডা. মিহির কান্তি অধিকারী (মেডিসিন)
- ডা. গোকুল দত্ত (কার্ডিওলজি)
- ড. আশিক আহমেদ (হেপাটোলজি)
বিগ ডাটা এনালাইসিস এবং রিসার্চ টিম:
ডঃ সৈয়দ ইশতিয়াক আহমেদ | সহকারী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, ইউনিভার্সিটি অফ টরন্টো |
ডঃ রুহুল আমিন সজিব | সহকারী অধ্যাপক (ডাটা সায়েন্স), কম্পিউটার এবং তথ্য বিজ্ঞান বিভাগ, ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র |
ডঃ মোঃ ফরহাদ রাব্বী | সহযোগী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, বাংলাদেশ, কোর্ডিনেটর, পিপীলিকা, বাংলাদেশ। |
ডঃ এনামুল হক প্রিন্স | সহকারী অধ্যাপক, স্কুল অফ ইনফরমেশন টেকনলজি, ইয়র্ক ইউনিভার্সিটি, টরন্টো |
ডঃ আয়েশা সানিয়া | অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট (এপিডেমিওলোজিস্ট), কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র |
ডঃ এস এম নিয়াজ আরিফিন | সিমুলেশন মডেলার এন্ড ডেটা সায়েন্টিস্ট, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
ডঃ নাঈমুল হাসান | সহকারী অধ্যাপক, সাংবাদিকতা বিভাগ, তথ্য বিজ্ঞান বিভাগ, ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড, যুক্তরাষ্ট্র |
সুদীপ্ত কর | পিএইচডি অধ্যয়নরত, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, ইউনিভার্সিটি অফ হিউস্টন, যুক্তরাষ্ট্র |
আশিস সাহা | পিএইচডি অধ্যয়নরত, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, জন্স হপকিন্স ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র |